Image description

রাজধানী ঢাকাসহ সারা দেশ থেকে আগামী তিন দিনের মধ্যে সব ধরনের ব্যানার ও পোস্টার সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এই বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়েছে। তবে সদ্য প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে টাঙানো ব্যানারগুলো আপাতত এই তালিকার বাইরে থাকবে।

শুক্রবার (২ জানুয়ারি) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপি এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শীর্ষ নেতাদের সঙ্গে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন।

উদ্বোধনী বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, "রাজনৈতিক মতপ্রকাশের জন্য ব্যানার-পোস্টার ব্যবহার করা হলেও এতে অনেক সময় শহরের সৌন্দর্য ও নান্দনিকতা নষ্ট হয়। জনগণের চলাচলে বা অধিকারে যাতে কোনো বিঘ্ন না ঘটে, সেজন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই নির্দেশনা দিয়েছেন। আমরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এই অপসারণ কাজ শুরু করেছি।"

তিনি আরও জানান, সারা দেশে এই কার্যক্রম একযোগে চলবে। কোনো রাজনৈতিক কর্মসূচি শেষ হওয়ার পর সংশ্লিষ্ট ব্যানার-পোস্টার নিজ উদ্যোগে সরিয়ে ফেলার সংস্কৃতি গড়ে তুলতে চায় বিএনপি। তিন দিনের মধ্যে সারা দেশকে ব্যানার-পোস্টারমুক্ত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে খালেদা জিয়ার স্মরণে শোকবার্তা সংবলিত পোস্টারগুলো আরও কয়েক দিন দেখা যেতে পারে।

এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, সদস্য সচিব মোস্তফা জামান, দক্ষিণের সদস্য সচিব তানভীর আহমেদ রবীন, যুবদলের সভাপতি মোনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী এবং ছাত্রদলের রাজু আহমেদসহ অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ব্যানার সরানোর মাধ্যমে এই অভিযানের সূচনা হয়।

মানবকন্ঠ/আরআই