Image description

শিক্ষার আসল উদ্দেশ্য হলো প্রকৃত মানুষ হওয়া, আর এই চরিত্র গঠনের শুরু হতে হবে প্রাথমিক বিদ্যালয়ের আঙিনা থেকে। যাদের লক্ষ্য স্থির থাকে, তারাই জীবনে বড় হতে পারে। শনিবার (৩ জানুয়ারি) সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের ভোলাগঞ্জ পয়েন্টে অবস্থিত হযরত আরব শাহ (রহ.) একাডেমি হল রুমে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

যুক্তরাজ্যভিত্তিক অরাজনৈতিক সংগঠন ‘সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস্ট ইউকে’ পরিচালিত হাজী তেরা মিয়া ৪র্থ প্রাথমিক শিক্ষাবৃত্তি-২০২৫ বিতরণ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ট্রাস্টের বাংলাদেশ কমিটির ব্যবস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে কামরুল ইসলাম বলেন, ‘এই শিক্ষাবৃত্তি কোমলমতি শিক্ষার্থীদের মেধা মননে ও লক্ষ্যপথে এগিয়ে যেতে প্রেরণা জোগাবে। শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে সমাজের দানশীল ব্যক্তিদের এগিয়ে আসা প্রয়োজন। ভালো সমাজ বিনির্মাণে সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস্ট যে উদ্যোগ নিয়েছে, তা প্রশংসনীয়।’

সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস্ট ইউকে’র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সমাজসেবক সেলিম আহমেদ এবং ভাইস চেয়ারম্যান কুলছুমা আহমেদের অর্থায়নে এবার ৪র্থ বারের মতো উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রাথমিক সমাপনী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি হিসেবে নগদ অর্থ, স্কুল ব্যাগ, খাতা ও কলম বিতরণ করা হয়।

ট্রাস্টের বাংলাদেশ কমিটির অর্থ সম্পাদক আল মামুনের সভাপতিত্বে এবং কমিটির আহ্বায়ক ও বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সায়েস্তা মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশিষ্ট ইসলামি স্কলার ও লেখক মাওলানা আব্দুল হাই জিহাদি, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. শাহীন উদ্দিন, শিক্ষাবিদ তৌফিক চৌধুরী, সিলেট সদর উপজেলার পীরের গাঁও হারিছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোকসানা বেগম, খাজাঞ্চি ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য ফুলমালা বেগম এবং বিশ্বনাথ উপজেলা বিজেপির আহ্বায়ক এস এম রফিক আহমদ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হযরত আরব শাহ (রহ.) একাডেমির প্রধান শিক্ষক কারী ফেরদৌসুর রহমান, নাট্যকার ইয়াসিন আহমদ কবির (ফুরুত আলী), ট্রাস্টি সিরাজ উদ্দিন, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শ্রী অজিত চন্দ্র দেব, সদস্য এস এ সাজু, ক্রীড়া সংগঠক ছমরু মিয়া এবং ট্রাস্টি সদস্য লাহিন নাহিয়ান ও আবুল বশর।

তানভীর আহমদের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টি সদস্য সালমান আহমদ। অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মানবকণ্ঠ/ডিআর