বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা হলেন সাবেক এমপি নাজিমুদ্দিন আলম
ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলমকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) বিএনপির দপ্তর থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
দলীয় সূত্র জানায়, বিএনপির গঠনতন্ত্রের ৬ (খ) (১১) ধারা অনুযায়ী তাকে এই গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব প্রদান করা হয়েছে। এ সংক্রান্ত একটি আনুষ্ঠানিক পত্রে স্বাক্ষর করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
নিয়োগপত্রে উল্লেখ করা হয়েছে, নাজিমুদ্দিন আলমের রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা দলের শক্তি বৃদ্ধিতে সহায়ক হবে। তিনি দলের লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন এমন প্রত্যাশা ব্যক্ত করেছে দলীয় নেতৃত্ব। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, নাজিমুদ্দিন আলম ভোলা-৪ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি দীর্ঘদিন ধরে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments