গাইবান্ধায় শিক্ষক নিয়োগ পরীক্ষায় নকলের চেষ্টাকালে পরীক্ষার্থী আটক
গাইবান্ধায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে ডিজিটাল পদ্ধতিতে নকলের চেষ্টাকালে পরিমল সরকার নামে এক পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে গাইবান্ধা শহরের দারুল হুদা আলীম মাদরাসা কেন্দ্রে পরীক্ষা চলাকালীন তাকে আটক করা হয়।
পুলিশ ও কেন্দ্র সূত্র জানায়, পরীক্ষা চলাকালে পরিমল সরকারের আচরণ সন্দেহজনক মনে হলে দায়িত্বরত পরিদর্শক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে তল্লাশি করেন। এ সময় তার শরীরের বিশেষ কায়দায় লুকানো অবস্থায় একটি ইলেকট্রনিক যোগাযোগ ডিভাইস (ডিজিটাল ডিভাইস) উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে তাকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
গাইবান্ধা সদর থানার একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, আটক পরীক্ষার্থীর বিরুদ্ধে পাবলিক পরীক্ষা (অপরাধ) আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে। এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, শিক্ষক নিয়োগ পরীক্ষা স্বচ্ছ ও নকলমুক্ত রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি কেন্দ্রের চারপাশে ১৪৪ ধারা জারিসহ কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। প্রশাসনের এমন সতর্ক অবস্থানের কারণেই এই জালিয়াতি চক্রটি ধরা পড়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments