Image description

বিয়ের সানাই বাজার কথা ছিল আগামী ১৫ জানুয়ারি, কিন্তু তার আগেই বেজে উঠল শোকের ঘণ্টা। হবিগঞ্জের মাধবপুর উপজেলায় আত্মীয়ের মরদেহ দেখতে যাওয়ার পথে স্ট্রোকে আক্রান্ত হয়ে সাবিনা আক্তার (১৮) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত সাবিনা আক্তার মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের সুন্দরপুর গ্রামের জাহেদ মিয়ার মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, সাবিনার একই গ্রামের এক নিকট আত্মীয়ের স্ত্রী গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় ইন্তেকাল করেন। শুক্রবার দুপুরে পরিবারের সদস্যদের সঙ্গে সেই স্বজনের মরদেহ দেখতে যাচ্ছিলেন সাবিনা। মৃত ব্যক্তির বাড়ির কাছাকাছি পৌঁছাতেই হঠাৎ তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাবিনাকে মৃত ঘোষণা করেন।

এদিকে স্বজনরা জানান, আগামী ১৫ জানুয়ারি একই গ্রামের আনছব আলীর ছেলে বরকত আলীর সঙ্গে সাবিনা আক্তারের বিয়ের দিন ধার্য ছিল। বিয়ের সব প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে ছিল। কিন্তু বিয়ের পিঁড়িতে বসার মাত্র কয়েক দিন আগেই সাবিনার এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও পুরো গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। আনন্দ উৎসবের পরিবর্তে এখন সেখানে চলছে মাতম।

মানবকণ্ঠ/ডিআর