বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট টাইটান্সের হয়ে খেলতে আসা ইংলিশ অলরাউন্ডার মঈন আলি বাংলাদেশ ক্রিকেটের বর্তমান অবস্থা নিয়ে নিজের পর্যবেক্ষণ তুলে ধরেছেন।
শনিবার (১০ জানুয়ারি) গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, আগের তুলনায় বাংলাদেশ দলে এখন ‘ভালো’ খেলোয়াড় বাড়লেও সাকিব আল হাসান বা তামিম ইকবালের মতো ‘বিশ্বমানের’ ক্রিকেটারের অভাব রয়েছে।
মঈন আলির মতে, অতীতে বাংলাদেশ দলে গেম-চেঞ্জার ও শক্তিশালী চরিত্রের ক্রিকেটার ছিল। তিনি বলেন, ‘আগে হয়তো দলে দুই-তিনজন বিশ্বমানের খেলোয়াড় ছিল যেমন তামিম ও সাকিব। তারা বড় খেলোয়াড় হওয়ার পাশাপাশি মানসিকভাবেও ছিলেন অত্যন্ত শক্তিশালী। তারা ছিলেন প্রকৃত যোদ্ধা। দীর্ঘ সময় ধরে এই দুজনকে পাওয়া বাংলাদেশের জন্য বড় সৌভাগ্যের বিষয় ছিল।’
বর্তমান দল নিয়ে বিশ্লেষণ করতে গিয়ে মঈন বলেন, ‘এখন আমার মনে হয় দলে ভালো খেলোয়াড় অনেক আছে, কিন্তু সেই লেভেলের (বিশ্বমানের) খেলোয়াড় নেই। এটাই এখন বড় সমস্যা। একটা নির্দিষ্ট মান পর্যন্ত অনেক খেলোয়াড় আছেন, কিন্তু সাকিব-তামিমদের উচ্চতায় পৌঁছানো খেলোয়াড় এই মুহূর্তে নেই।’
তবে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে ব্যতিক্রম হিসেবে দেখছেন এই ইংলিশ তারকা। তিনি বলেন, ‘অবশ্যই মুস্তাফিজ বিশ্বমানের। আমি জানি সে কতটা কার্যকর। তবে দলের জন্য বিশেষ চারিত্রিক দৃঢ়তা দরকার, যার ঘাটতি আমি বর্তমান দলে দেখছি। বাংলাদেশ ক্রিকেট উন্নতি করেছে ঠিকই, কিন্তু সব দিক থেকে নয়। বিশেষ করে মানসিক শক্তির জায়গায় আগের সেই শক্ত অবস্থানটা এখন আর দেখা যাচ্ছে না।’
মানবকণ্ঠ/ডিআর




Comments