Image description

আওয়ামী লীগের মতোই জঘন্য ও ন্যাক্কারজনক কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে জামায়াতে ইসলামী—এমন অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের সাবেক পাঁচবারের সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে জামায়াতের অপপ্রচার ও কুৎসা রটনা আওয়ামী লীগের জুলুমকেও হার মানিয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা সীমানারপাড় এলাকায় মরহুম হাজী রুহুল আমিন ও হাজী মোমেনা বেগম ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কায়কোবাদ অভিযোগ করে বলেন, জামায়াতে ইসলামী পরিকল্পিতভাবে বিএনপির নেতাকর্মীদের টার্গেট করে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। তারা আল্লাহর আইন কায়েমের কথা বললেও নিজেরাই মানুষের ক্ষতি করছে এবং মানসম্মান নষ্ট করছে। তিনি প্রশ্ন রেখে বলেন, “তাহলে তারা কিসের ইসলাম কায়েম করতে চায়?”

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর একটি হাদিস উদ্ধৃত করে তিনি বলেন, “প্রকৃত মুসলমান সেই ব্যক্তি, যার জিহ্বা ও হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে।” গিবত ও অপবাদের ভয়াবহতা তুলে ধরে তিনি বলেন, যারা মিথ্যা প্রচার ও অপবাদ দিয়ে মানুষের সম্মানহানি করে, তারা কখনোই আদর্শ মুসলমান হতে পারে না।

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, আওয়ামী লীগের মতো জামায়াতে ইসলামীও অপপ্রচার ও কুৎসা রটিয়ে বিএনপিকে কলঙ্কিত করতে চায়। তবে ইনশাআল্লাহ তারা সফল হবে না। যেভাবে আল্লাহ জালিম আওয়ামী লীগের হাত থেকে দেশকে রক্ষা করেছেন, সেভাবেই নব্য জালিম জামায়াতের হাত থেকেও দেশকে রক্ষা করবেন এবং বিএনপিকে বিজয়ী করবেন।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে এবং শ্রমিক নেতা গোলাম মোস্তফা ও পল্লী চিকিৎসক জাকির হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কায়কোবাদের ছোট ভাই কাজী জুন্নুন বসরী। 

তিনি বলেন, কোরআনের হাফেজরা দেশ ও জাতির সম্পদ। এ ধরনের ধর্মীয় আয়োজন কোমলমতি শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় শিক্ষায় অনুপ্রেরণা জোগাবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাওলানা অলিউল্লাহ আতিকুর রহমান, কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক কাজী তাহমিনা আক্তার মিনা, উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া ও নজরুল ইসলাম।