Image description

চট্টগ্রামের সাতকানিয়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের ব্যানারে জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের স্লোগান ‘শেখ হাসিনার বাংলাদেশ’ ব্যবহার করার ঘটনায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় অভিযুক্ত উপজেলা একাডেমিক সুপারভাইজার আশীষ বরণ দেবকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে জেলা শিক্ষা অফিস।

এদিকে তাকে দ্রুত অপসারণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

জানা যায়, গত শনিবার (১০ জানুয়ারি) উপজেলা শিক্ষা অফিস আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহের অনুষ্ঠানে ওই বিতর্কিত স্লোগান সম্বলিত ব্যানার ব্যবহার করা হয়। বিষয়টি নিয়ে ‘মানবকণ্ঠ’ পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে চারদিকে সমালোচনার ঝড় ওঠে এবং ছাত্র-জনতার মাঝে চরম অসন্তোষ সৃষ্টি হয়।

সোমবার (১২ জানুয়ারি) অভিযুক্ত আশীষ বরণ দেবসহ উপজেলা প্রশাসনে ‘ঘাপটি মেরে থাকা স্বৈরাচারের দোসরদের’ চিহ্নিত করে অপসারণের দাবিতে মানববন্ধন করেন স্থানীয় ছাত্ররা। মানববন্ধন শেষে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন।

চট্টগ্রাম জেলা শিক্ষা অফিসার মো. আবদুল আজিজ শোকজের বিষয়টি নিশ্চিত করে বলেন, "এই বিষয়ে আমরা লিখিত অভিযোগ পেয়েছি এবং সংশ্লিষ্ট কর্মকর্তাকে শোকজ করা হয়েছে। বিষয়টি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।"

বিক্ষুব্ধ ছাত্রনেতারা জানান, গণঅভ্যুত্থানের পর প্রশাসনের স্তরে স্তরে এখনো যারা অপশক্তিকে পুনর্বাসনের চেষ্টা করছে, তাদের ঠাঁই হবে না। একাডেমিক সুপারভাইজার আশীষ বরণ দেবকে অবিলম্বে অপসারণ না করা হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

মানবকণ্ঠ/ডিআর