Image description

রাজবাড়ীর পদ্মা নদীতে একটি কুমির দেখা দেওয়ায় তীরবর্তী বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরের দিকে সদর উপজেলার উড়াকান্দা ও গোদারবাজার সংলগ্ন পদ্মা নদীতে কুমিরটি ভেসে উঠতে দেখেন স্থানীয়রা। এর পর থেকেই নদীপাড়ের মানুষের মধ্যে চরম ভীতি বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে নদীর পানিতে কুমিরটি দীর্ঘক্ষণ ভেসে থাকতে দেখা যায়। খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে উৎসুক জনতা নদীর পাড়ে ভিড় করেন। কুমিরের উপস্থিতির কথা শুনে নদী তীরবর্তী জেলেরা মাছ ধরা বন্ধ করে দিয়েছেন। এছাড়া সাধারণ মানুষ ভয়ে নদীতে গোসল করতে নামছেন না এবং নৌকা চলাচলেও সতর্কতা অবলম্বন করছেন।

স্থানীয় বাসিন্দা হারুন বলেন, “প্রথমে উড়াকান্দা এলাকায় কুমির দেখার খবর পাই, পরে গোদারবাজার এলাকায় আমি নিজেও কুমিরটি দেখেছি। ভয়ের কারণে আমরা এখন নদীতে গোসল করতে পারছি না। গোদারবাজার একটি পর্যটন এলাকা, এখানে প্রতিদিন অনেক মানুষ ঘুরতে আসে। কুমিরের খবরে পর্যটকরাও আতঙ্কিত হয়ে পড়েছেন।”

এলাকাবাসীর দাবি, কোনো দুর্ঘটনা ঘটার আগেই প্রশাসনের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা নেওয়া হোক এবং বন বিভাগের মাধ্যমে কুমিরটি উদ্ধার বা নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হোক।

এ বিষয়ে রাজবাড়ী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) মো. হাফিজুর রহমান বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। কুমিরটি এখন ঠিক কোন অবস্থানে আছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে নদীতীরবর্তী মানুষকে সতর্ক করতে আমরা বন বিভাগ ও তথ্য অফিসের সঙ্গে আলোচনা করছি। দ্রুত সময়ের মধ্যে মাইকিংয়ের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করা হবে।”

বিশেষজ্ঞদের ধারণা, বন্যার পানির টানে বা পার্শ্ববর্তী কোনো জলাশয় থেকে কুমিরটি পদ্মা নদীতে চলে আসতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত স্থানীয়দের সতর্ক থাকতে অনুরোধ করেছে প্রশাসন।

মানবকণ্ঠ/ডিআর