মিসর, জর্ডান ও লেবাননে মুসলিম ব্রাদারহুডের শাখাগুলোকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করায় যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সৌদি আরব। খবর সৌদি গ্যাজেটের
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ চরমপন্থা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে উভয় দেশের অভিন্ন অঙ্গীকারের প্রতিফলন।
সৌদির মতে, একই সঙ্গে এই ঘোষণা আরব দেশগুলোর নিরাপত্তা, স্থিতিশীলতা ও সমৃদ্ধি নিশ্চিত করার পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা জোরদারে আন্তর্জাতিক প্রচেষ্টার প্রতি সৌদি আরবের সমর্থন পুনর্ব্যক্ত করে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে মুসলিম ব্রাদারহুডকে বিশেষ করে মিসর, জর্ডান ও লেবাননে তাদের কার্যক্রম পরিচালনাকারী শাখাগুলোকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে।
এই সিদ্ধান্তের পেছনে রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা একটি নির্বাহী আদেশ। ট্রাম্প প্রশাসন বলছে, ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাসকে সমর্থন দেওয়া এবং‘মধ্যপ্রাচ্যে ইসরাইলের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে’ জড়িত থাকার কারণেই মুসলিম ব্রাদারহুডকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
মার্কিন অর্থমন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘মুসলিম ব্রাদারহুডের বিভিন্ন শাখা নিজেদের বৈধ নাগরিক সংগঠন হিসেবে দাবি করলেও পর্দার আড়ালে তারা হামাসের মতো সন্ত্রাসী গোষ্ঠীকে স্পষ্টভাবে এবং উৎসাহের সঙ্গে সমর্থন করছে।




Comments