Image description

ভেনেজুয়েলা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে তেলের প্রথম চালান বিক্রি করা হয়েছে, যার মূল্য প্রায় ৫০ কোটি ডলার। মার্কিন প্রশাসনের সূত্রে জানা গেছে, এই বিক্রির মাধ্যমে যুক্তরাষ্ট্র দেশটির তেল সম্পদের ওপর নিয়ন্ত্রণ স্থাপন করতে শুরু করেছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৭ জানুয়ারি ঘোষণা করেন, ভেনেজুয়েলা থেকে প্রথম চালান হিসেবে ৩ থেকে ৫ কোটি ব্যারেল (প্রতি ব্যারেল ১৫৯ লিটার) কাঁচা তেল যুক্তরাষ্ট্রে আসছে। সূত্রের খবর, ওই তেল ইতিমধ্যেই বিক্রি হয়ে গেছে।

এর আগে, মাদুরো ও তার স্ত্রী সিলিয়া মাদুরোকে যুক্তরাষ্ট্রের আদালতে মাদক সংক্রান্ত অভিযোগে বিচার করা হবে বলে জানা গেছে।

৯ জানুয়ারি হোয়াইট হাউসে ট্রাম্প বিভিন্ন মার্কিন তেল কোম্পানির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর তিনি জানান, ভেনেজুয়েলার তেল খাতে অচিরেই উল্লেখযোগ্য বিনিয়োগ আসার সম্ভাবনা রয়েছে। তবে বেশিরভাগ তেল কোম্পানির শীর্ষ কর্মকর্তারা তখনই জানিয়ে দেন যে বর্তমান পরিস্থিতিতে সেখানে বিনিয়োগ করা কঠিন, কারণ অনেক আইনগত ও বাণিজ্যিক কাঠামো এখনও তৈরি হয়নি।

বিশ্বের সবচেয়ে তেলসমৃদ্ধ দেশ ভেনেজুয়েলার খনি থেকে মোট মজুত আছে প্রায় ৩০ হাজার ৩০০ কোটি ব্যারেল অপরিশোধিত তেল। তবে দেশটির দৈনিক উৎপাদন কম, মাত্র ১০ লাখ ব্যারেল, যা আন্তর্জাতিক বাজারে সরবরাহের মাত্র ০.৮ শতাংশ। ভেনেজুয়েলার তেলের গঠন ভারী ও ঘন, তাই তা উত্তোলন ও পরিশোধনে বিশেষ যত্ন প্রয়োজন।

এই তেল পরিশোধের মাধ্যমে উৎকৃষ্ট মানের ডিজেল, অ্যাসফল্ট, শিল্প ও ভারী যন্ত্রপাতিতে ব্যবহারযোগ্য জ্বালানি ও অন্যান্য জ্বলানিপণ্য তৈরি করা সম্ভব।

মানবকণ্ঠ/আরআই