Image description

নড়াইলের লোহাগড়া উপজেলার দুটি গ্রামে যৌথবাহিনীর বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, এয়ারগান ও ৮০০ রাউন্ড গুলিসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় এই চক্রের সাথে জড়িত ৪ জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

বুধবার (১৪ জানুয়ারি) মধ্যরাত থেকে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল পর্যন্ত উপজেলার দিঘলিয়া ও আগ্রাহাটি গ্রামে এই অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- তোফায়েল মণ্ডল (২৫) পিতা: কামরুজ্জামান মণ্ডল (দিঘলিয়া), মো. রাসেল বিশ্বাস (১৯) পিতা: তবিবুর বিশ্বাস (লাহুড়িয়া ডহরপাড়া), ইসমাইল হোসেন ওরফে পিন্টু (৫০) পিতা: মৃত নূর ইসলাম গাজী (শ্যামনগর, সাতক্ষীরা), আমিনুর গাজী (৪৫) পিতা: মৃত তোফাজ্জল গাজী (শ্যামনগর, সাতক্ষীরা)।

পুলিশ সূত্রে জানা যায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে লোহাগড়া থানা পুলিশ ও লোহাগড়া সেনা ক্যাম্প যৌথভাবে এই অভিযান শুরু করে। প্রথমে দিঘলিয়া গ্রামের তোফায়েল মণ্ডলের বাড়িতে তল্লাশি চালিয়ে তার শয়নকক্ষের ওয়ারড্রব থেকে একটি চাইনিজ ৭.৬২ মিলিমিটার পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করা হয়।

পরে তোফায়েলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে আগ্রাহাটি এলাকার ছোটন মোল্যার মাছের ঘেরে অভিযান চালানো হয়। সেখান থেকে রাসেল, পিন্টু ও আমিনুরকে আটক করা হয়। পরে ঘেরের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে একটি এয়ারগান, ৮০০ পিস গুলি, মাদকদ্রব্য এবং বিপুল পরিমাণ চাপাতি, দা ও রামদাসহ দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রহমান জানান, জাতীয় নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই যৌথ অভিযান পরিচালিত হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। জননিরাপত্তা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মানবকণ্ঠ/ডিআর