Image description

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় একটি কৃষি জমি থেকে উদ্ধার হওয়া ‘টিয়ার গ্যাস হ্যান্ড গ্রেনেড’ সফলভাবে নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পাড়াগাঁও মহল্লার ছামির আলী অটো রাইস মিল সংলগ্ন একটি ফাঁকা মাঠে এটি নিরাপদভাবে নিষ্ক্রিয় করা হয়।

সেনাবাহিনীর সিলেট সদর দপ্তরের ক্যাপ্টেন নাদিয়া আফরিন মনি ও কর্পোরাল মশিউর রহমানের নেতৃত্বে বিশেষজ্ঞ দল হবিগঞ্জ আর্মি ক্যাম্পের সহায়তায় এই কার্যক্রম পরিচালনা করে। মাটির নিচে গর্ত করে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে গ্রেনেডটি ধ্বংস করা হয়।

গত বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলার ছিলাপাঞ্জা মহল্লায় প্রবাসী মহিবুর মিয়ার কৃষি জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ করার সময় শ্রমিকরা মাটির নিচ থেকে গ্রেনেডটি খুঁজে পান। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ও সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে এবং পুলিশ ও গ্রাম পুলিশের পাহারায় নিরাপত্তা নিশ্চিত করা হয়। উদ্ধারকৃত গ্রেনেডটি (CCS-60C) মডেলের টিয়ার গ্যাস হ্যান্ড গ্রেনেড ছিল বলে নিশ্চিত করেছে সেনাবাহিনী।

গ্রেনেড নিষ্ক্রিয় করার প্রক্রিয়া চলাকালীন ঘটনাস্থলে শত শত নারী-পুরুষ ও শিশু ভিড় জমায়। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের কড়া নজরদারি ছিল চোখে পড়ার মতো। গ্রেনেড উদ্ধারের ঘটনায় এলাকায় সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়লেও সফলভাবে তা নিষ্ক্রিয় করার পর জনমনে স্বস্তি ফিরে এসেছে।

মানবকণ্ঠ/ডিআর