পটুয়াখালীর বাউফলে পুকুরে পড়ে মরিয়ম বেগম (৩০) নামে দুই সন্তানের জননীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে উপজেলার দাসপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মরিয়ম বেগম পুকুর থেকে বালতি ভরতে গেলে অসাবধানতাবশত পানিতে পড়ে যান। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে প্রতিবেশীরা দ্রুত বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মরিয়ম বেগমের স্বামীর নাম সুজন সিকদার (৩৫)। তিনি দুই সন্তানের জননী। তার বড় ছেলে মাহিন (১০) এবং ছোট ছেলে মায়ান (৩)।
বাউফল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবদুর রউফ জানান, গৃহবধু মরিয়ম বেগমকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, নিহতের খবর পেয়েছি। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।




Comments