Image description

হবিগঞ্জের নবীগঞ্জে দ্রুতগামী একটি পিকআপ ভ্যানের ধাক্কায় আবুল কালাম মিন্টু (৪৫) নামের এক সিএনজি অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।

রোববার (১৮ জানুয়ারি) সকাল ৭টার দিকে নবীগঞ্জ–আউশকান্দি সড়কের বাজকাশারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল কালাম মিন্টু ওই উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে মিন্টু তার সিএনজি অটোরিকশা নিয়ে গন্তব্যে যাচ্ছিলেন। পথে বাজকাশারা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী পিকআপ ভ্যান সিএনজিটিকে সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই চালক মিন্টুর মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই ঘাতক পিকআপটি দ্রুত গতিতে পালিয়ে যায়।

খবর পেয়ে স্থানীয় লোকজন ও নিহতের স্বজনরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। জনবহুল এই সড়কে সকালে এমন দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘাতক পিকআপটি শনাক্ত ও চালককে আটক করার চেষ্টা চলছে।

মানবকণ্ঠ/ডিআর