মাদারীপুরের ঘটকচর এলাকায় ঢাকা–বরিশাল মহাসড়কে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে সাত জনে দাঁড়িয়েছে। রোববার (১৮ জানুয়ারি) বিকেলে ঘটকচর মিল গেট এলাকায় যাত্রীবাহী বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- সার্বিক পরিবহনের হেলপার পান্নু মুন্সি (৬০) তিনি মাদারীপুর শহরের মুন্সী কলেজ রোড এলাকার নেছার উদ্দিন মুন্সির ছেলে; ইজিবাইক যাত্রী রোমান (২৫) তিনি কেন্দুয়া ইউনিয়নের শাহ আলমের ছেলে এবং ইজিবাইক চালক সাগর তিনি কুনিয়া ইউনিয়নের দক্ষিণ পাড়া গ্রামের জসিম বেপারীর ছেলে। নিহত বাকি চার যাত্রীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে বরিশালগামী দ্রুতগতির সার্বিক পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের প্রচণ্ডতায় ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।
দুর্ঘটনার পর ঘটনাস্থলেই ইজিবাইকের চালকসহ কয়েকজনের মৃত্যু হয়। বাসের হেলপার পান্নু মুন্সিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় আরও বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ বলেন, “ভয়াবহ এই দুর্ঘটনায় এ পর্যন্ত সাতজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আহতের সংখ্যা এখনো সুনির্দিষ্ট করা সম্ভব হয়নি। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উদ্ধার কাজ সম্পন্ন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
দুর্ঘটনার জেরে ঢাকা–বরিশাল মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পুলিশি তৎপরতায় বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments