Image description

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার হাওরাঞ্চলের মানুষের মাঝে আবারও ফিরতে শুরু করেছে ভোটের আস্থা। বাংলাদেশ সেনাবাহিনীর সক্রিয় উপস্থিতি ও প্রশাসনের কঠোর নজরদারিতে দীর্ঘ সময় পর অবাধ ও নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের প্রত্যাশা জেগেছে সাধারণ ভোটারদের মনে।

জানা গেছে, বাংলাদেশ সেনাবাহিনীর ২১ বেঙ্গল রেজিমেন্টের মেজর সজিব মাহমুদ জাকির সহকারী রিটার্নিং অফিসার ও খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে পুরো উপজেলার নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। বিশেষ করে উপজেলার প্রতিটি ভোটকেন্দ্রকে আনা হয়েছে বিশেষ নজরদারির আওতায়।

সেনাবাহিনীর সদস্যরা নিয়মিতভাবে ভোটকেন্দ্র পরিদর্শনের পাশাপাশি হাট-বাজার, চায়ের দোকান, খেয়াঘাট এবং হাওরের মাঠে কর্মরত কৃষকদের সঙ্গে মতবিনিময় করছেন। ভোটারদের মন থেকে ভয়ভীতি দূর করে নির্বিঘ্নে কেন্দ্রে যাওয়ার আহ্বান জানাচ্ছেন তারা।

শ্যামপুর গ্রামের বাসিন্দা জন্টু সরকার বলেন, “অনেক বছর ধরে আমরা ঠিকমতো ভোট দিতে পারিনি। এবার সেনাবাহিনীর উপস্থিতি দেখে মনে হচ্ছে সত্যিই কেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজে দিতে পারব। আমরা এখন অনেকটাই নির্ভয়।”

এ বিষয়ে সেনাবাহিনীর মেজর সজিব মাহমুদ জাকির জানান, খালিয়াজুরী উপজেলায় নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সেনাবাহিনীর বিশেষ অভিযান চলমান রয়েছে। অস্ত্র উদ্ধার, মাদক ও চোরাকারবারি দমনে নিয়মিত কার্যক্রমের পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী বদ্ধপরিকর।

সেনাবাহিনীর এই তৎপরতায় স্থানীয় ব্যবসায়ীরাও স্বস্তি প্রকাশ করেছেন। তারা জানান, বর্তমানে কোনো আতঙ্ক বা বিশৃঙ্খলা ছাড়াই নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করা যাচ্ছে। উপজেলার সুশীল সমাজ ও সচেতন নাগরিকরা নিরাপদ পরিবেশ নিশ্চিত করায় সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

উল্লেখ্য, যোগাযোগ বিচ্ছিন্ন হাওরাঞ্চলের দুর্গম এলাকাগুলোতেও দেশীয় বাহন ব্যবহার করে সেনাবাহিনীর টহল ও অভিযান অব্যাহত রয়েছে। প্রতিদিন উপজেলার বিভিন্ন ইউনিয়নে এই অভিযান চলায় পুরো এলাকাজুড়ে এখন নিরাপত্তা ও স্বস্তির আবহ বিরাজ করছে।

মানবকণ্ঠ/ডিআর