Image description

চুয়াডাঙ্গা শহরের একাডেমী মোড় সংলগ্ন পিডিবির একটি পরিত্যক্ত ভবন থেকে মোঃ সাগর আলী (৫০) নামে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ১১টার দিকে ওই ভবনের দ্বিতীয় তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সাগর আলী কুষ্টিয়ার আইলচারা এলাকার আনোয়ার খানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা একাডেমী মোড় সংলগ্ন মাইক্রোস্ট্যান্ডের পেছনের ওই পরিত্যক্ত ভবনটি দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে ছিল। মঙ্গলবার সকালে ভবন এলাকা থেকে তীব্র দুর্গন্ধ ছড়াতে থাকলে স্থানীয়রা চুয়াডাঙ্গা সদর থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভবনের দ্বিতীয় তলা থেকে সাগরের মরদেহ উদ্ধার করে।

স্থানীয়দের বরাতে জানা গেছে, সাগর আলী ওই এলাকায় একজন মাদকাসক্ত ও ভবঘুরে হিসেবে পরিচিত ছিলেন। ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগেই তার মৃত্যু হয়েছে এবং মরদেহটি পচে যাওয়ায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। তবে এটি স্বাভাবিক মৃত্যু নাকি হত্যাকাণ্ড, তা নিয়ে এলাকায় নানা গুঞ্জন চলছে।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মানবকণ্ঠ/ডিআর