সাংবাদিকের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন
সিরাজগঞ্জের শাহজাদপুরে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সরকারি মাটি কেটে বিক্রির সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে শাহজাদপুর প্রেস ক্লাবের সামনে উপজেলার কর্মরত সংবাদকর্মীদের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
শাহজাদপুর প্রেস ক্লাবের সভাপতি এম এ জাফর লিটনের সভাপতিত্বে ও সহ-সভাপতি রাসেল সরকারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আল আমিন হোসেন, সাংগঠনিক সম্পাদক কোরবান আলী লভলু, দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম, সাবেক সভাপতি আতাউর রহমান পিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া মাহমুদ, আমিনুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মির্জা হুমায়ুন, ওমর ফারুক, আব্দুল আল মাহমুদ ও জেলহক হোসাইন।
সমাবেশে বক্তারা বলেন, গত ১৭ ও ১৮ জানুয়ারি সড়ক ও জনপথের ক্যানেল থেকে অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় বিক্রির সচিত্র সংবাদ প্রকাশ করেন সাংবাদিকরা। এতে ক্ষিপ্ত হয়ে উপজেলা যুবদলের সদস্য সচিব ও বিআরডিবির চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ প্রেস ক্লাবের সদস্য রায়হান আলী ও সাংবাদিক জাহিদ হাসানের ওপর চড়াও হন। তিনি সাংবাদিকদের প্রাণনাশের হুমকি, কুৎসা রটনা এবং সর্বশেষ সাংবাদিক রায়হান আলী, জাহিদ হাসান ও জাহিদ হাসানের স্ত্রীর নামে একটি মিথ্যা চাঁদাবাজি মামলা দায়ের করেছেন।
বক্তারা আরও অভিযোগ করেন, ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর আব্দুল্লাহ আল মাহমুদ বিধি বহির্ভূতভাবে জোরপূর্বক বিআরডিবি চেয়ারম্যানের পদ দখল করেন। এরপর থেকেই তিনি এলাকায় বালু মহাল দখল ও সরকারি মাটি লুটপাটের মাধ্যমে বেপরোয়া হয়ে ওঠেন। কোনো দুর্নীতির সংবাদ প্রকাশ করলেই তিনি সাংবাদিকদের কণ্ঠরোধ করতে মামলা-হামলার পথ বেছে নিচ্ছেন।
সমাবেশ থেকে সাংবাদিকরা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক ও মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। অন্যথায় শাহজাদপুরের সর্বস্তরের সাংবাদিকদের নিয়ে কঠোর থেকে কঠোরতর কর্মসূচি পালন করা হবে। মানববন্ধনে উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments