Image description

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে নীলফামারীতে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন ইটাখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেদায়েত আলী শাহ ফকিরসহ ওই পরিষদের আরও আটজন সদস্য।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে জেলা শহরের পৌর বাজারস্থ বিএনপি কার্যালয়ে নীলফামারী-০২ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের হাতে ফুলের তোড়া দিয়ে তাঁরা দলটিতে যোগদান করেন।

যোগদান অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে ইটাখোলা ইউপি চেয়ারম্যান হেদায়েত আলী শাহ ফকির বলেন, “নীলফামারীর প্রকৃত উন্নয়নের জন্য প্রকৌশলী তুহিন ভাইয়ের মতো নেতৃত্বের কোনো বিকল্প নেই। তিনি আমাদের জন্য আশীর্বাদ হয়ে এসেছেন। তাঁর হাত ধরেই এই এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে বলে আমরা বিশ্বাস করি।”

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন, “নির্বাচিত হলে নীলফামারী জেলাকে একটি নিরক্ষরমুক্ত আধুনিক শিক্ষানগরী ও উন্নত স্বাস্থ্যনগরী হিসেবে গড়ে তোলা হবে। বর্তমানে শুধু উত্তরা ইপিজেডে কর্মসংস্থান সীমিত, তবে আমার পরিকল্পনা রয়েছে আরও অন্তত এক লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। দলমত নির্বিশেষে আমরা যদি ঐক্যবদ্ধ হই, তবে আগামী পাঁচ বছরের মধ্যে নীলফামারী রংপুর বিভাগের শ্রেষ্ঠ জেলা হিসেবে প্রতিষ্ঠিত হবে।”

যোগদানকারী ইউপি সদস্যরা হলেন— মশিউর রহমান, মজিবুল হক, বিজয় চন্দ্র, আহাদ আলী, মোহাম্মদ মজনু, মনি বেগম, আঞ্জুআরা বেগম ও মমতা বেগম। যোগদান শেষে প্রকৌশলী তুহিন সবাইকে মিষ্টিমুখ করান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক, সদস্য সচিব এএইচএম সাইফুল্লাহ রুবেল, যুগ্ম আহ্বায়ক সোহেল পারভেজ ও মোস্তফা হক প্রধান বাচ্চু, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের জেলা আহ্বায়ক প্রবীর গুহ রিন্টু প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেফাউল জাহাঙ্গীর আলম শেপু।

মানবকণ্ঠ/ডিআর