Image description

আগামী নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে বিশেষ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, যারা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে চান, তাদের আগামী ২৫ জানুয়ারির মধ্যে পুরো ভোটদান প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

বুধবার (২১ জানুয়ারি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে ইসি জানায়, প্রবাসী ভোটারদের পাঠানো ব্যালট যেন নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে পৌঁছায়, সে লক্ষ্যেই এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

ইসি কর্মকর্তারা বলেন, ২৫ জানুয়ারির পর পোস্টাল ব্যালট পাঠানো হলে তা সময়মতো পৌঁছাতে বিলম্ব হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে প্রবাসে অবস্থানরত ভোটারদের অনুরোধ করা হয়েছে, তারা যেন নির্ধারিত সময়ের মধ্যেই ভোট প্রদান সম্পন্ন করে নিকটস্থ পোস্ট অফিসে ব্যালট জমা দেন।

মানবকণ্ঠ/আরআই