তারেক রহমানের নিরাপত্তা নিয়ে বিভ্রান্তি ছড়ানো গভীর উদ্বেগজনক: আবদুল আউয়াল মিন্টু
বর্তমানে একটি বিশেষ মহল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টায় লিপ্ত রয়েছে, যা কেবল অনভিপ্রেত নয় বরং গভীর উদ্বেগের বিষয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।
বুধবার ধানের শীর্ষ প্রতীক বরাদ্দের পর ফেনীতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আবদুল আউয়াল মিন্টু বলেন, তারেক রহমান দেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম প্রধান নেতা। তাঁকে ঘিরে পরিকল্পিতভাবে নানা গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, যার কোনো ভিত্তি নেই। এ ধরনের অপপ্রচার বন্ধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, বিএনপি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রাজনৈতিক কর্মসূচিতে বিশ্বাস করে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তারেক রহমানের নেতৃত্বে দল ঐক্যবদ্ধ রয়েছে।




Comments