Image description

রাজধানীর কাফরুলে যৌথ বাহিনীর অভিযানে ১৩ মামলার আসামি মো. বিল্লাল হোসেন ওরফে আলী হোসেন, ওরফে ‘চামাইরা বাবু’কে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয়েছে দুটি বিদেশি পিস্তল, গুলি ও ধারালো অস্ত্র।

শুক্রবার সকালে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন জানান, বিল্লাল হোসেন কাফরুল এলাকার চিহ্নিত সন্ত্রাসী এবং একাধিক নামে পরিচিত। গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর গোয়েন্দা দল প্রথমে নজরদারি চালায় এবং তথ্য নিশ্চিত হওয়ার পর পুলিশের সহায়তায় ভোর পৌনে চারটার দিকে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে চামাইরা বাবু তাঁর কাছে অবৈধ অস্ত্র থাকার কথা স্বীকার করেন। এরপর তাঁর দেখানো স্থানে অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, তাঁর বিরুদ্ধে কাফরুল থানায় ১২টি এবং খিলগাঁও থানায় একটি—মোট ১৩টি মামলা রয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে নতুন করে মামলা দায়ের করা হয়েছে।

মানবকণ্ঠ/আরআই