Image description

মাদারীপুরের শিবচরে নিখোঁজের তিন দিন পর মোহাম্মদ শহীদুল ইসলাম নামে এক বিশিষ্ট কৃষিবিদের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার সূর্যনগর বাজার সংলগ্ন হাইওয়ে এক্সপ্রেসওয়ের নিচের আন্ডারপাস এলাকা থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শহীদুল ইসলাম আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কৃষি গবেষণা প্রতিষ্ঠান ‘সিআইএমএমওয়াইটি’ (CIMMYT)-এর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কো-অর্ডিনেটর হিসেবে কর্মরত ছিলেন।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ জানুয়ারি ঢাকার গুলশানে একটি ব্যাংকে পে-অর্ডার জমা দিতে গিয়ে নিখোঁজ হন শহীদুল ইসলাম। এরপর থেকেই তাঁর মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছিল। এ ঘটনায় পরদিন ২২ জানুয়ারি পরিবারের পক্ষ থেকে রাজধানীর গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যায় হাইওয়ে এক্সপ্রেসওয়ের আন্ডারপাসের নিচে হাত-পা বাঁধা অবস্থায় এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। পরে শিবচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। নিহতের কাছে থাকা তথ্যের ভিত্তিতে তাঁর পরিচয় শনাক্ত করা হয়।

শিবচর হাইওয়ে থানা পুলিশ জানিয়েছে, মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক আলামত দেখে এটি একটি নৃশংস হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। কে বা কারা এবং কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা উদঘাটনে পুলিশের একাধিক টিম তদন্ত শুরু করেছে।

নিহত কৃষিবিদের পরিবারের সদস্যরা এই বর্বরোচিত হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

মানবকণ্ঠ/ডিআর