ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে সোমবার (২৬ জানুয়ারি) দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
হিলি কাস্টমস সি অ্যান্ড এফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম শাহীন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, সোমবার ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আজ ভারত থেকে সকল পণ্য আমদানি এবং বাংলাদেশ থেকে সকল পণ্য রপ্তানি বন্ধ রয়েছে। আগামীকাল মঙ্গলবার সকাল থেকে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হবে।
হিলি ইমিগ্রেশনের ওসি আরিফুল ইসলাম বলেন, হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। আমরা সকল প্রকার পাসপোর্ট যাচাই শেষে দুই দেশের মধ্যে ভ্রমণে সহযোগিতা করছি।




Comments