Image description

ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনে জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি রায়হান জামিলের নির্বাচনী প্রচারণায় বাধা, হুমকি ও গালাগালির প্রতিবাদে ব্যতিক্রমী এক কর্মসূচি পালন করেছেন তাঁর সমর্থকরা। 

সোমবার (২৬ জানুয়ারি) দিনব্যাপী চরভদ্রাসন উপজেলার ম্যাজিস্ট্রেট বাজার এলাকায় মুফতি রায়হান জামিলের নেতৃত্বে কাফনের কাপড় পরিধান করে এই প্রচারণা চালানো হয়।

জানা গেছে, নির্বাচনী মাঠে একের পর এক বাধা, ভয়ভীতি প্রদর্শন ও অশালীন আচরণের প্রতিবাদ জানাতেই এই শান্তিপূর্ণ প্রতিবাদের পথ বেছে নেন প্রার্থীর সমর্থকরা।

প্রচারণা চলাকালীন এক বক্তব্যে মুফতি রায়হান জামিল বলেন, “নির্বাচনী প্রচারণায় হুমকি ও গালাগালি দেওয়া গণতন্ত্র এবং জনগণের ভোটাধিকারকে সরাসরি প্রশ্নবিদ্ধ করে। আমরা কোনো সংঘাত চাই না, কেবল শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন চাই। অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন ও নির্বাচন কমিশনের জোরালো ভূমিকা এখন সময়ের দাবি।”

এ সময় তাঁর সমর্থকরা জানান, ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা পিছু হটবেন না। সকল প্রকার ভয়ভীতি ও বাধা উপেক্ষা করে তারা জনগণের ভোটাধিকার রক্ষায় মাঠে সোচ্চার থাকবেন।

উল্লেখ্য, মুফতি রায়হান জামিল ফরিদপুর-৪ এলাকায় তাঁর ব্যতিক্রমী সব সমাজসেবামূলক কর্মকাণ্ডের জন্য আগে থেকেই ব্যাপক আলোচিত। এর আগে ১০ টাকায় ইলিশ মাছ, ১ টাকা কেজি দরে গরুর মাংস এবং ২ টাকা কেজি দরে চাল বিতরণ করে তিনি সারা দেশে আলোচনার জন্ম দেন। এছাড়া নির্বাচনী তোরণ ও ব্যানার ভাঙচুরের প্রতিবাদে ঝাড়ু হাতে মিছিল এবং গভীর রাতে দুস্থদের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেওয়ার মতো কর্মকাণ্ডের মাধ্যমেও তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় হয়ে উঠেছেন।

মানবকণ্ঠ/ডিআর