Image description

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে দেশের সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন। দেশের প্রকৃত উন্নয়ন, শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে তিনি ভোটারদের কাছে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট চেয়েছেন।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলার বমুবিলছড়ি ইউনিয়নে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ তাঁর বক্তব্যে বিএনপির ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে বলেন, "বিএনপি জনকল্যাণে বিশ্বাসী। আমরা ক্ষমতায় গেলে দরিদ্র পরিবারের অভাব দূর করতে 'ফ্যামিলি কার্ড', মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করতে 'হেলথ কার্ড' এবং কৃষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধিতে 'কৃষি কার্ড' চালু করা হবে।"

প্রতিপক্ষ রাজনৈতিক দলের সমালোচনা করে তিনি বলেন, "একটি নির্দিষ্ট দল দেশ ও জাতির উন্নয়ন নিয়ে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়াই কেবল ধর্মের দোহাই দিয়ে রাজনীতি করছে। কিন্তু জনগণ এখন সচেতন। তারা আগামী নির্বাচনের মাধ্যমে দেশের মালিকানা নিজেদের হাতে ফেরত নেবে।"

তিনি আরও প্রতিশ্রুতি দেন যে, দেশে যেন আর কখনও ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে, সে জন্য শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তোলা হবে এবং সেই লক্ষ্যে নতুন সংবিধান প্রণয়ন করা হবে।

জনসভায় স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

মানবকণ্ঠ/ডিআর