Image description

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় র‍্যাব-৯-এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি ও থ্রি-পিস জব্দ করা হয়েছে। এ সময় চোরাচালানের কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানসহ মো. শাকিব মিয়া (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ৭২ লাখ টাকা বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব সূত্রে জানা গেছে, রোববার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের বনগজ এলাকায় তিতাস সেতুর দক্ষিণ পাশে কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সড়কে একটি চেকপোস্ট স্থাপন করা হয়। সকাল পৌনে আটটার দিকে একটি হলুদ ও নীল রঙের সন্দেহভাজন পিকআপ ভ্যানকে থামার সংকেত দেওয়া হয়। এ সময় চালক পালানোর চেষ্টা করলে র‍্যাব সদস্যরা ধাওয়া করে তাকে আটক করেন।

পরবর্তীতে পিকআপ ভ্যানটি তল্লাশি করে ৩৮টি পাটের বস্তায় থাকা ১ হাজার ৯০৬টি ভারতীয় শাড়ি এবং ১১টি প্লাস্টিকের বস্তায় রাখা ২৫০টি ভারতীয় থ্রি-পিস উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব বিদেশি পণ্যের কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় চালককে গ্রেপ্তার এবং পণ্যসহ পিকআপ ভ্যানটি জব্দ করা হয়।

গ্রেপ্তার মো. শাকিব মিয়া ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক গ্রামের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন যে, সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে এসব পণ্য সংগ্রহ করে তিনি দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

র‍্যাব আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত আলামত ও আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আখাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

মানবকণ্ঠ/ডিআর