গাইবান্ধার গোবিন্দগঞ্জে আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫০-৬০ জনকে আসামি করে দায়ের করা এই মামলায় ইতিমধ্যে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. নুরুজ্জামান (৩৫), মো. মানিক মিয়া (২০), মো. সামিউল (২০), মো. হাবিবুর রহমান (৪০), মো. তাজুল ইসলাম (৩৫) ও মো. সুজন মিয়া (৪০)।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার (২৫ জানুয়ারি) রাত সাড়ে আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জোবায়ের হাসান শফিক মাহমুদ গোলাপকে গ্রেপ্তার করতে বাগদা বাজার এলাকায় তাঁর বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশ সদস্যদের বাড়ির ভেতর অবরুদ্ধ করে ফেলে এবং ব্যাপক মারধর করে। হামলাকারীরা পুলিশের দুটি মোটরসাইকেলও ভাঙচুর করে।
হামলায় গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম রেজা এবং এসআই কায়েস গুরুতর আহত হন। খবর পেয়ে জেলা পুলিশ সুপার জসিম উদ্দীনের নির্দেশে সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) এবিএম রশীদুল বারীর নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ফোর্স ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ঘটনায় রোববার রাতেই গোবিন্দগঞ্জ থানার এসআই আখরুজ্জামান বাদী হয়ে মামলা দায়ের করেন। এরপর ভোর রাত থেকে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে উল্লেখিত ছয় আসামিকে গ্রেপ্তার করা হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, “পুলিশের ওপর হামলার ঘটনায় সরকারি কাজে বাধা ও জখমের অভিযোগে মামলা করা হয়েছে। গ্রেপ্তারকৃত ৬ আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”
মানবকণ্ঠ/ডিআর




Comments