Image description

নিরাপত্তাজনিত কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ায় জাতীয় দলের ক্রিকেটারদের সম্ভাব্য আর্থিক ক্ষতি ও ম্যাচ অনুশীলনের ঘাটতি পুষিয়ে দিতে নতুন ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামী ৫ ফেব্রুয়ারি থেকে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে তিন দলের এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট। এতে জাতীয় দলের খেলোয়াড়দের পাশাপাশি অংশ নেবেন এইচপি (HP) ও বাংলাদেশ ‘এ’ দলের ক্রিকেটাররাও।

উল্লেখ্য, নিরাপত্তা শঙ্কায় ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে রাজি হয়নি বিসিবি। ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানানো হলেও তা গ্রহণ করেনি আইসিসি। পরবর্তীতে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হয়, ফলে বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটাররা আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন।

এই প্রেক্ষাপটে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব-উল-আলম জানান, উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে আলোচনা করে বিসিবি এই টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, “নিরাপত্তা সবার আগে। খেলোয়াড়দের ক্ষতির বিষয়টি বিবেচনায় রেখে দেশেই একটি প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্রিকেটারদের জন্য ভালো পারিশ্রমিকের ব্যবস্থাও থাকবে।”

তিনি আরও জানান, “বিশ্বকাপ স্কোয়াডের ক্রিকেটারদের পাশাপাশি দেশের শীর্ষস্থানীয় অন্যান্য ক্রিকেটাররাও এই টুর্নামেন্টে অংশ নেবেন। জাতীয় দলে সীমিত সংখ্যক খেলোয়াড় থাকায়, বড় পরিসরে অংশগ্রহণ নিশ্চিত করা হবে।”

বিসিবির পক্ষ থেকে খুব শিগগিরই টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি ও দল গঠনের বিস্তারিত ঘোষণা দেওয়া হবে বলে জানা গেছে।

মানবকণ্ঠ/আরআই