Image description

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-০৬ (চারঘাট-বাঘা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আবু সাঈদ চাঁদ বলেছেন, “নির্বাচিত হলে আপনাদের সর্বোচ্চ নিরাপত্তা বিধান করা হবে। পাশাপাশি আপনাদের মন্দির ও রাস্তাঘাটের যে উন্নয়ন কাজগুলো বাকি আছে, সেগুলো আমি সম্পন্ন করে দেবো ইনশাল্লাহ।”

শনিবার (৩১ জানুয়ারি) সকালে চারঘাট উপজেলার সরদহ ইউনিয়নের সাদিপুর এলাকায় দিনব্যাপী গণসংযোগ ও এক সংক্ষিপ্ত পথসভায় তিনি এসব কথা বলেন।

আবু সাঈদ চাঁদ ভোটারদের বিভিন্ন উন্নয়নমূলক প্রতিশ্রুতি দিয়ে বলেন, “বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি পরিবারের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে, যাতে কেউ সরকারি সুবিধা থেকে বঞ্চিত না হয়। এছাড়া মসজিদের ইমাম ও মন্দিরের পুরোহিতদের জন্য ভাতার ব্যবস্থা করা হবে।”

কৃষি ও জলাবদ্ধতা নিরসন প্রসঙ্গে তিনি বলেন, “শুধু চারঘাট-বাঘা নয়, সারাদেশের যে সমস্ত এলাকায় জলাবদ্ধতার সমস্যা রয়েছে সেসব এলাকায় খাল খনন করা হবে, যাতে কৃষকরা সহজে ফসল ফলাতে পারেন। উন্নয়নের এই ধারা বজায় রাখতে আপনারা সবাই ধানের শীষে ভোট দিবেন।”

গণসংযোগকালে তার সাথে উপস্থিত ছিলেন— চারঘাট উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল, যুগ্ম সম্পাদক শাহিনুর, সরদহ ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাচ্চু, চারঘাট উপজেলা যুবদলের সাবেক সভাপতি আলমগীর হোসেনসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

মানবকণ্ঠ/ডিআর