Image description

দিনাজপুরের হিলিতে চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ‘বরেন্দ্র এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিন থেকে সবগুলো বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। এতে উত্তরবঙ্গের সাথে সারাদেশের রেল যোগাযোগ প্রায় ৩ ঘণ্টা বন্ধ ছিল। 

শনিবার (৩১ জানুয়ারি) সকাল ৭টা ৪০ মিনিটে হিলির ডাঙ্গাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে ট্রেনটি ডাঙ্গাপাড়া এলাকা অতিক্রম করার সময় হঠাৎ ট্রেনের বগি সংযোগকারী হুক বা স্প্রিং ভেঙে যায়। এর ফলে ইঞ্জিনটি বগিগুলো পেছনে ফেলে বেশ কিছুটা সামনে চলে যায়। বগি ছাড়া ইঞ্জিন চলতে দেখে লোকোমাস্টার বিষয়টি বুঝতে পারেন এবং ট্রেন থামিয়ে দেন। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় ট্রেনের কয়েকশ যাত্রী চরম দুর্ভোগের মুখে পড়েন।

হিলি রেলস্টেশন মাস্টার জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর যান্ত্রিক ত্রুটি সারানোর কাজ শুরু হয়। ইঞ্জিনটি পেছনে এনে পুনরায় বগিগুলোর সাথে সংযুক্ত করার চেষ্টা করা হয়। তবে একটি বগিতে যান্ত্রিক সমস্যা বেশি থাকায় সেগুলো সংযুক্ত করতে প্রায় আড়াই ঘণ্টা সময় লাগে। মেরামত কাজ শেষে সকাল সাড়ে ১০টার দিকে রেল যোগাযোগ পুনরায় স্বাভাবিক হয়।

বর্তমানে উত্তরবঙ্গের সাথে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে এবং বরেন্দ্র এক্সপ্রেসটি গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে।

মানবকণ্ঠ/ডিআর