হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে ব্যাট হাতে খুব একটা সুবিধা করতে পারেনি আফগানিস্তান। সাইফউদ্দিন, নাসুম, সাকিবের বোলিং তোপে ২০ ওভারে ৯ উইকেটে ১৪৩ রানেই থেমেছে দলটি। আফগানদের হোয়াইটওয়াশ করার জন্য ১২০ বলে বাংলাদেশের চাই ১৪৪ রান।
শারজা ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাট করতে নামে আফগানিস্তান। শরিফুল ইসলাম এবং নাসুম আহমেদের করা প্রথম দুই ওভার থেকে বিনা উইকেটে ২০ রান তুলে নিয়ে ভালো শুরুর ইঙ্গিত দিয়েছিল দলটি।
কিন্তু তৃতীয় ওভারের প্রথম বলে শরিফুল ওপেনার ইব্রাহিম জাদরানের (৭) উইকেট তুলে নিতেই নুয়ে পড়ে আফগানিস্তান। পরের ওভারের প্রথম বলে নাসুম আহমেদ সাজঘরের পথ দেখান আরেক ওপেনার রহমানউল্লাহ গুরবাজকে (১২)।
তিনে নামা সেদিকউল্লাহ আতাল ২৩ বলে সমান একটি করে চার-ছক্কায় করেন ২৮ রান। তবে সাইফউদ্দিনের অফ স্টাম্পের বাইরের বল তাড়া করতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে দাঁড়ানো তানজিম সাকিবের ক্যাচ হন তিনি।
পরের ব্যাটারদের মধ্যে শুধু পাঁচে নামা দারউইশ রাসুলি-ই যা একটু রানের গতি সচল রাখার চেষ্টা করেন। ১৯তম ওভারে সেই সাইফউদ্দিনের বলে ফেরার আগে ২ চার ও ১ ছক্কায় ২৯ বলে দলীয় সর্বোচ্চ ৩২ রান করেন এই ব্যাটার।
বাংলাদেশি বোলারদের মধ্যে ৩ ওভারে ১৫ রান খরচায় ৩ উইকেট শিকার করেন পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন। দুটি করে উইকেট যায় নাসুম ও সাকিবের ঝুলিতে।
Comments