
প্রথম দুই ম্যাচে জয় এলেও কাঙ্ক্ষিত দাপটটা দেখাতে পারেনি বাংলাদেশ। অবশেষে সিরিজের শেষ ম্যাচে এসে ব্যাটে-বলে-ফিল্ডিংয়ে সেই দাপটই দেখাল জাকের আলীর দল। আফগানিস্তানকে স্রেফ উড়িয়ে দিয়ে ৬ উইকেটের সহজ জয় তুলে নিয়েছে টাইগাররা। তাতে কেবল সিরিজ জয়ই নয়, আফগানদের বাংলাওয়াশ করার সাধ পূর্ণ হলো। এই জয়ে ২০১৮ সালের সেই ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশের মধুর প্রতিশোধও নেওয়া হয়ে গেল বাংলাদেশের।
আগে ব্যাট করে আফগানিস্তান নির্ধারিত ২০ ওভারে ১৪৩ রান তোলে। বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বড় স্কোর গড়তে পারেনি তারা। দলের হয়ে দারউইশ রাসুলি সর্বোচ্চ ৩২ রান করেন। এছাড়া সেদিকউল্লাহ আতাল ২৮ ও মুজিব উর রেহমান অপরাজিত ২৩ রান করেন। বল হাতে দুর্দান্ত ছিলেন সাইফউদ্দিন, তিনি একাই ৩ উইকেট শিকার করেন। নাসুম আহমেদ ও তানজিম হাসান সাকিব নেন ২টি করে উইকেট।
১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ধীরস্থির হলেও একপ্রান্তে আক্রমণাত্মক ছিলেন সাইফ হাসান। ওপেনার পারভেজ হোসেন ১৪ রানে ফিরলেও, সাইফ ও তানজিদ হাসান মিলেই রানের গতি সচল রাখেন। তানজিদ ৩৩ রান করে আউট হলে জাকের আলীকে (অপরাজিত ১০) নিয়ে দলকে জয়ের দোরগোড়ায় নিয়ে যান সাইফ।
ম্যাচের টার্নিং পয়েন্ট আসে ইনিংসের শেষদিকে সাইফের ব্যাটে। আহমেদজাইয়ের এক ওভারে তিনি একাই ১৫ রান নেন, যার মধ্যে একটি ছক্কা গ্যালারির ছাদে গিয়ে পড়ে। এই ছক্কাতেই তিনি তুলে নেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের চতুর্থ ফিফটি। শেষদিকে নুরুল হাসানের ছক্কায় আরও ১২ বল হাতে রেখে ৬ উইকেটের সহজ জয় নিশ্চিত করে বাংলাদেশ।
এই ধবলধোলাইয়ের ফলে ৭ বছর আগে দেরাদুনে পূর্ণশক্তির দল নিয়ে আফগানিস্তানের কাছে ৩-০ ব্যবধানে হারের জ্বালা জুড়াল বাংলাদেশ। অধরা সেই প্রতিশোধটা আজ পূর্ণ হলো জাকের আলীর দলের হাত ধরে।
Comments