
ফেনীর সোনাগাজী উপজেলার চরখোন্দকার ও চর রামনারায়ণ মৌজার মৎস্য প্রকল্পের খামারিদের কাছে দাবিকৃত ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে প্রকল্পের বাঁধ কেটে খামারের প্রায় ৫ কোটি টাকার মাছ লুট করেছে স্থানীয় সন্ত্রাসীরা।
রোববার (৫ অক্টোবর) দুপুরে এ ঘটনায় ফেনী জেলা প্রশাসন কার্যালয়ের সামনে মৎস্য প্রকল্পের ভুক্তভোগী খামারি ও মালিকরা মানববন্ধন করেছেন এবং পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়েছেন।
সোনাগাজীর দক্ষিণ চরখন্দকার মৎস্য প্রকল্প মালিক সমিতির সভাপতি শেখ রাসেলের সভাপতিত্বে মানববন্ধনে ভুক্তভোগী খামারি মোমিন হোসাইন বলেন, ১৫ দিন আগে থেকে সন্ত্রাসীরা ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে গত মঙ্গলবার রাতের আঁধারে মৎস্য প্রকল্পের কর্মচারী ও গার্ডকে অস্ত্রের মুখে জিম্মি করে ৭০ একর জায়গায় চাষকৃত প্রকল্পের ৫ কোটি টাকার মাছ লুট করে নিয়ে যায়। এ সময় এক্সকেভেটর দিয়ে প্রকল্পের পার কেটে মাছগুলো নদীতে ও পাশের খামারে ছেড়ে দেয়। এতে খামারিদের কোটি টাকার বেশি মাছের ক্ষতি হয়। মৎস্য প্রকল্প লুট করে ও বাঁধ কেটে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন এক্সকেভেটর ড্রাইভার অপু ও তার সহযোগী সোহেলকে আটক করে সোনাগাজী মডেল থানায় হস্তান্তর করে। পুলিশ তাদের ১৫৪ ধারায় মামলা করে আদালতে পাঠায়।
মৎস্য প্রকল্প মালিক সমিতি সভাপতি শেখ রাসেল বলেন, ন্যায়বিচার চেয়ে সোনাগাজী মডেল থানায় পৃথক চারটি অভিযোগ দায়ের করেছি। থানার পুলিশ আমাদের অভিযোগগুলো আমলে না নিয়ে সালিশি বৈঠকের মাধ্যমে বিষয়টি সুরাহা করার জন্য চাপ সৃষ্টি করে।
মানববন্ধনে আগত খামারিরা বলেন, ২০২৪ সালের ভয়াবহ বন্যায় সোনাগাজীর দক্ষিণ অঞ্চল এলাকার ৪৫ জন খামারির সব খামারের মাছ বন্যার পানিতে ভেসে যায়। আমরা শত শত কোটি টাকার ক্ষতিগ্রস্ত হই। চরম অর্থ সংকটের মধ্যেও চলতি বছর ফের ব্যাংক ঋণ ও ধার-দেনা করে মাছ চাষ শুরু করি। গত বছরের ৫ আগস্টের পর একের পর এক চাঁদা দাবি, হুমকি-ধমকি, জবরদখলের চেষ্টাসহ নানান বিপদ মাথায় নিয়ে দিন কাটাচ্ছি।
তারা জানান, প্রশাসনের সঙ্গে আঁতাত করে সোনাগাজীর দক্ষিণ অঞ্চলের কয়েকজন চিহ্নিত ভূমিদস্যু, মৌসুমি রাজনীতিবিদ ও ফ্যাসিস্ট সরকারের দোসররা কয়েকটি প্রকল্প অবৈধভাবে জবরদখলের পাঁয়তারা করছে।
পুলিশ সুপার মো. হাবিবুর রহমান জানান, এসব ঘটনায় একটি স্মারকলিপি পেয়েছি। মৎস্য শিল্পকে টিকিয়ে রাখতে, আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও স্থানীয় মানুষকে নিয়ে আইনি সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।
Comments