বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ হিসেবে দীর্ঘমেয়াদে দায়িত্ব পেতে যাচ্ছেন সাবেক অধিনায়ক ও লিটল মাস্টার খ্যাত মোহাম্মদ আশরাফুল। বিসিবির নির্ভরযোগ্য সূত্র ও ক্রিকেট পরিচালনা বিভাগ নিশ্চিত করেছে যে, ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত তাকে এই পদে নিয়োগ দেওয়া হতে পারে।
আয়ারল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত হোম সিরিজে আশরাফুলকে স্বল্পমেয়াদে ব্যাটিং কোচের দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই সিরিজে তার কাজের ধরন এবং খেলোয়াড়দের ওপর ইতিবাচক প্রভাবের কারণে তাকে দীর্ঘমেয়াদে দলের সঙ্গে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম বিষয়টি নিশ্চিত করে বলেন, “সে জাতীয় দলের সঙ্গে কাজ চালিয়ে যাবেন।” তবে চুক্তির মেয়াদ নিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও, দলীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রামে সিরিজ চলাকালীন আশরাফুলের সঙ্গে বিসিবির আলোচনা চূড়ান্ত হয়েছে। উভয় পক্ষই ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত কাজ করার বিষয়ে সম্মত হয়েছে।
কোচিং পেশায় আশরাফুলের অভিজ্ঞতা খুব বেশি দিনের না হলেও তিনি এর মধ্যে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন। বিপিএলে রংপুর রাইডার্সে মিকি আর্থারের সহকারী হিসেবে, গ্লোবাল টি২০ টুর্নামেন্টে এবং সবশেষ জাতীয় লিগে বরিশাল বিভাগের প্রধান কোচ হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন।
এদিকে, জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে মোহাম্মদ সালাউদ্দিনও দায়িত্ব পালন করে যাবেন। আগামী ৬ ডিসেম্বর মিরপুরে ওয়ানডে ও টি-টোয়েন্টি ব্যাটারদের নিয়ে এক সপ্তাহের বিশেষ ক্যাম্প শুরু হবে। এই ক্যাম্পে প্রধান কোচ ফিল সিমন্স ও সহকারী কোচ সালাউদ্দিনের সঙ্গে ব্যাটিং কোচ হিসেবে যোগ দেবেন মোহাম্মদ আশরাফুল।




Comments