Image description

ফুটবল মাঠের রাজা ক্রিশ্চিয়ানো রোনালদো এবার প্রযুক্তির দুনিয়ায় নতুন ইনিংস শুরু করলেন। জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-ভিত্তিক সার্চ ইঞ্জিন স্টার্টআপ ‘পারপ্লেক্সিটি’তে বিনিয়োগের ঘোষণা দিয়েছেন পর্তুগিজ এই মহাতারকা।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে রোনালদো বিষয়টি নিশ্চিত করেন। নিজের এই নতুন উদ্যোগ সম্পর্কে তিনি লেখেন, “কৌতূহল হলো মহত্ত্ব অর্জনের পূর্বশর্ত। প্রতিদিন নতুন নতুন প্রশ্ন করার মাধ্যমেই জয়ী হওয়া সম্ভব।” তিনি আরও জানান, পারপ্লেক্সিটি বিশ্বের মানুষের কৌতূহল মেটাতে কাজ করছে, যা তার ব্যক্তিগত দর্শনের সঙ্গে মিলে যায়। এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে মানুষকে আরও বড় পরিসরে চিন্তা করতে ও প্রশ্ন করতে অনুপ্রাণিত করতে চান তিনি।

অবশ্য পারপ্লেক্সিটির সঙ্গে রোনালদোর সখ্য একেবারে নতুন নয়। এর আগে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের বক্তব্য প্রস্তুত করতে তিনি এই এআই টুলের সহায়তা নিয়েছিলেন বলে জানিয়েছিলেন। একজন বৈশ্বিক তারকার মুখে এআই ব্যবহারের সেই স্বীকারোক্তি তখন প্রযুক্তি ও বিনোদন জগতে বেশ আলোচনার জন্ম দিয়েছিল।

উল্লেখ্য, ২০২২ সালে প্রতিষ্ঠিত পারপ্লেক্সিটি বর্তমানে এআই সার্চ ইঞ্জিনের জগতে অন্যতম নাম। এটি ব্যবহারকারীদের প্রশ্নের বিপরীতে নির্ভরযোগ্য সূত্র উল্লেখ করে তথ্যের সারসংক্ষেপ প্রদান করে। চ্যাটজিপিটি বা গুগল জেমিনির যুগে দ্রুতই জনপ্রিয়তা বাড়ছে এই প্ল্যাটফর্মটির।