ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। এই ঘটনাকে ‘উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর চাপের কাছে নতি স্বীকার’ হিসেবে আখ্যায়িত করে বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি। একইসঙ্গে তিনি বিসিবিকে নির্দেশ দিয়েছেন বিষয়টি নিয়ে আইসিসির কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানাতে এবং বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের দাবি তুলতে।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে আসিফ নজরুল এই কঠোর অবস্থানের কথা জানান।
ক্রীড়া উপদেষ্টা বিসিবিকে স্পষ্ট নির্দেশনা দিয়েছেন পুরো ঘটনাটি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে তুলে ধরার জন্য। তিনি লিখেছেন, ‘ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে আমি বিসিবিকে বলেছি, তারা যেন আইসিসির কাছে পুরো বিষয়টি ব্যাখ্যা করে। বোর্ডকে জানাতে হবে যে, যেখানে বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও ভারতে খেলতে পারেন না, সেখানে গোটা ক্রিকেট দল বিশ্বকাপ খেলতে যাওয়া নিরাপদ মনে করতে পারে না।’
নিরাপত্তা শঙ্কা থেকে বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজন করার অনুরোধ জানানোর নির্দেশনাও দিয়েছেন তিনি।
মুস্তাফিজকে বাদ দেওয়ার প্রতিবাদে বাংলাদেশে আইপিএল দেখানোর বিপক্ষে অবস্থান নিয়েছেন আসিফ নজরুল। তিনি লিখেছেন, ‘আমি তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে অনুরোধ করেছি, বাংলাদেশে যেন আইপিএল খেলার সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়।’
ভারতের এমন সিদ্ধান্তকে বাংলাদেশের ক্রিকেট ও ক্রিকেটারদের জন্য অবমাননাকর উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা কোনো অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেট, ক্রিকেটার ও বাংলাদেশকে অবমাননা মেনে নেব না। গোলামির দিন শেষ।’




Comments