বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) হারের বৃত্ত থেকে বের হতে পারছে না নোয়াখালী এক্সপ্রেস। বুধবার ঢাকা ক্যাপিটালসের কাছে ৭ উইকেটের বিশাল ব্যবধানে হেরে টানা পঞ্চম হারের তিক্ত স্বাদ পেল তারা। অন্যদিকে, অলরাউন্ডার নাসির হোসেনের বিধ্বংসী ব্যাটিংয়ে বড় জয় তুলে নিয়েছে ঢাকা ক্যাপিটালস।
১৩৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই জোড়া উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়েছিল ঢাকা। তবে তিনে নামা নাসির হোসেন সেই চাপ একাই উড়িয়ে দেন। পাওয়ার প্লেতে মাত্র ২১ বলে চলতি বিপিএলের দ্রুততম ফিফটি তুলে নিয়ে রেকর্ড গড়েন তিনি। শেষ পর্যন্ত ৫০ বলে ৯০ রানের এক অপরাজিত ইনিংস খেলে ১৬ ওভার ২ বলেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন নাসির। অন্য প্রান্তে ইমাদ ওয়াসিম অপরাজিত থাকেন ২৯ রানে।
এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে নোয়াখালী এক্সপ্রেসের টপ অর্ডার তাসের ঘরের মতো ভেঙে পড়ে। মাত্র ৪০ রানেই ৫ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়ে দলটি। সেখান থেকে দলকে টেনে তোলেন অধিনায়ক হায়দার আলী ও অভিজ্ঞ মোহাম্মদ নবী। ষষ্ঠ উইকেটে তাদের ৯০ রানের জুটিতে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৩ রান তোলে নোয়াখালী। হায়দার আলী ৪৭ এবং মোহাম্মদ নবী অপরাজিত ৪২ রান করেন। তবে বাকি ব্যাটারদের ব্যর্থতায় চ্যালেঞ্জিং স্কোর গড়তে ব্যর্থ হয় তারা।
ঢাকার হয়ে বোলাররা দারুণ নিয়ন্ত্রিত বোলিং প্রদর্শন করেন, যেখানে ছয়জন বোলারই একটি করে উইকেট শিকার করেছেন। এই হারের ফলে টুর্নামেন্টে টিকে থাকার লড়াই নোয়াখালী এক্সপ্রেসের জন্য আরও কঠিন হয়ে পড়ল।
মানবকণ্ঠ/আরআই




Comments