Image description

বিপিএল ম্যাচের আগে তীব্র উত্তেজনা ছড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট অঙ্গনে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে অনড় অবস্থানে রয়েছেন ক্রিকেটাররা। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর ১টায় চট্টগ্রাম-নোয়াখালি ম্যাচ থাকলেও নির্ধারিত সময় পর্যন্ত কোনো দলই হোটেল ত্যাগ করেনি।

এ পরিস্থিতিতে ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন দুপুর ১টায় জরুরি সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন।

এরই মধ্যে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে ৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিসিবি। নোটিশে তার সাম্প্রতিক বিতর্কিত মন্তব্যের ব্যাখ্যা চাওয়া হয়েছে। জবাব পর্যালোচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেবে বোর্ড।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তার মধ্যেই আইসিসির এই ইভেন্টে অংশ না নিলে ক্রিকেটারদের ক্ষতি নিয়ে মন্তব্য করেন নাজমুল ইসলাম। তার ওই বক্তব্যকে কেন্দ্র করেই ক্ষোভে ফেটে পড়ে ক্রিকেটাররা। নাজমুল ইসলামের পদত্যাগ না হলে বিপিএলসহ সব ধরনের ক্রিকেট বয়কটের হুমকি দেয় তারা। এরই ধারাবাহিকতায় তাকে শোকজ নোটিশ দিয়েছে বিসিবি।

মানবকণ্ঠ/আরআই