আনোয়ারা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সোহেলের বাবার মৃত্যু
চট্টগ্রামের আনোয়ারা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হিজবুল্লাহ সোহেলের বাবা মাওলানা এয়ার মোহাম্মদ (৫৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (৩ জানুয়ারি) সকাল ৮টা ৪০ মিনিটে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মাওলানা এয়ার মোহাম্মদ আনোয়ারা উপজেলার মালঘর আহমদিয়া তৈয়বীয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি একজন অত্যন্ত সৎ, আদর্শবান ও নিবেদিতপ্রাণ শিক্ষক হিসেবে সর্বমহলে পরিচিত ছিলেন। তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
২০২৪ সালের জুন মাসে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর থেকে তিনি দীর্ঘকাল অসুস্থ ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ শনিবার বাদে আসর উপজেলার মধ্যম বারখাইন বাদাতল আমিরবিবি শাহী জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
মাওলানা এয়ার মোহাম্মদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে আনোয়ারা প্রেসক্লাব। নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।




Comments