আজ শুক্রবার অনুষ্ঠিত ৪৯তম বিশেষ বিসিএসের এমসিকিউ লিখিত পরীক্ষায় সাধারণ শিক্ষা ক্যাডারে নিয়োগের জন্য ১০০ নম্বরের আবশ্যিক প্রশ্নে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে কোনো প্রশ্ন ছিল না। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়, যেখানে বিষয়ভিত্তিক আরও ১০০ নম্বরের প্রশ্ন ছিল।
পরীক্ষায় আয়নাঘর কী, বাংলাদেশের জুলাই বিপ্লবে শহীদ আবু সাঈদ কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, এবং চব্বিশের গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশের জাতীয় সংসদের সংস্কার বিষয়ে ঐকমত্যের অন্যতম প্রস্তাব কী ছিল, এমন প্রশ্ন এসেছে। শহীদ আবু সাঈদ ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
এছাড়াও, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার কোন রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত এবং ১৯৭০ সালের পাকিস্তানের সাধারণ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন, সে বিষয়েও দুটি প্রশ্ন ছিল।
অন্যান্য প্রশ্নের মধ্যে ১৯৫২ সালের ভাষা আন্দোলনে নেতৃত্বদানকারী সাংস্কৃতিক সংগঠন তমদ্দুন মজলিসের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবুল কাশেম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের শিক্ষক ছিলেন এবং ‘স্বাধীন’ শব্দের ব্যাসবাক্য কী, তা জানতে চাওয়া হয়।
Comments