
নোয়াখালী জেলা শহর মাইজদীতে ইসলামী ব্যাংক মাইজদী কোর্ট শাখার সামনে থেকে 'শয়তানের নিঃশ্বাস' প্রয়োগ করে এক ব্যবসায়ীর কাছ থেকে ২০ লাখ টাকা লুট করে নিয়ে গেছে একটি প্রতারকচক্র। বৃহস্পতিবার বিকেলে নোয়াখালী জিলা স্কুলের সামনে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী ব্যবসায়ী এমরান উদ্দিন হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নের নুর জাহান মঞ্জিলের প্রয়াত রেজাউল হকের ছেলে।
জানা যায়, এমরান উদ্দিন বিকেলে ইসলামী ব্যাংক থেকে ২০ লাখ টাকা উত্তোলন করেন। ব্যাংক থেকে বের হওয়ার পরপরই এক কালো বর্ণের ব্যক্তি তার মুখের সামনে রুমাল নাড়ায়। এরপর তিনি অচেতন হয়ে পড়েন। জ্ঞান ফিরে তিনি দেখতে পান, তার কাছে থাকা টাকা, মোবাইল ফোন ও মানিব্যাগ—সব উধাও।
এমরান উদ্দিন বলেন, "ব্যাংক থেকে বের হয়ে দেখি সামান্য ভিড়। হঠাৎ এক কালো বর্ণের লোক আমার মুখের সামনে দিয়ে রুমাল নাড়ায়। এরপর আমার কিছু মনে নেই। জ্ঞান ফেরার পর দেখি টাকা-পয়সা কিছুই নেই।"
এমরানের ছোট ভাই সাংবাদিক আব্দুর রহমান জানান, "ব্যাংক থেকে বেরিয়ে জিলা স্কুলের ফুটওভার ব্রিজের সামনে থেকে আমার ভাই এক রিকশায় করে সিটি হাসপাতালে যায়। সেখানে বুকে ব্যথা অনুভব করলে এক্স-রে করান। কিছুক্ষণ পর সে বুঝতে পারে টাকাসহ সবকিছু গায়েব।"
স্থানীয়রা বলছেন, 'শয়তানের নিঃশ্বাস' নামে পরিচিত এই প্রতারণার পদ্ধতিতে অজ্ঞান করে টাকা-পয়সা হাতিয়ে নেওয়ার ঘটনা ক্রমেই বাড়ছে।
এ বিষয়ে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, "ঘটনার বিষয়ে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। ব্যাংক বন্ধ থাকায় তদন্তে বিঘ্ন হচ্ছে। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।"
Comments