
কক্সবাজার জেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘোষিত) সাবেক সহসভাপতি ও জেলা যুবলীগ নেতা আব্দুল মোনাফ সিকদারকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর একটি সেলুনে চুল কাটারত অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, গত ৬ মে সকালে কক্সবাজার শহরে ঝটিকা মিছিল বের করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন যুবলীগ। ২০ থেকে ২৫ জনের ওই মিছিলের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। সেখানে মোনাফকে নেতৃত্ব দিতে দেখা গেছে। এ ছাড়া সম্প্রতি ঢাকায় আওয়ামী লীগের মিছিলে অংশ নিয়ে নিজের ফেসবুক আইডিতে ভিডিও পোস্ট করেন তিনি।
কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ ইলিয়াস খান বলেন, মোনাফ চব্বিশের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় করা একাধিক মামলার আসামি।
Comments