বিচার বিভাগের কার্যক্রম আরও গতিশীল ও সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে বরিশাল আদালতের কর্মচারীদের ব্যাপক রদবদল করা হয়েছে। একসঙ্গে ৯ জন কর্মচারীকে বদলি করে রদবদল করা হয়েছে।
বরিশাল সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ ফারুক হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। আগামী ২৩ অক্টোবর থেকে এই আদেশ কার্যকর হবে বলে ওই আদেশে উল্লেখ করা হয়।
বদলিকৃত ওই কর্মচারীদের মধ্যে বরিশাল সদর সিনিয়র সহকারী জজ আদালতের বেঞ্চ সহকারী মো. বায়েজিদ আল মামুনকে যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বেঞ্চ সহকারী হিসেবে বদলি করা হয়েছে।
যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বেঞ্চ সহকারী মো. ফয়সাল হোসেনকে যুগ্ম জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বেঞ্চ সহকারী হিসেবে বদলি করা হয়েছে।
যুগ্ম জেলা ও দায়রা জজ অতিরিক্ত আদালতের বেঞ্চ সহকারী মো. সোহেল রানাকে হিসাব সহকারী হিসেবে বাকেরগঞ্জ সহকারী জজ আদালতে বদলি করা হয়েছে।
বাকেরগঞ্জ সহকারী জজ আদালতের হিসাব সহকারী মো. ইব্রাহিম খলিলকে উজিরপুর সহকারী জজ আদালতের নাজির হিসেবে বদলি করা হয়েছে।
বাকেরগঞ্জ সহকারী জজ আদালতের হিসাব সহকারী মো. শাহ ওসমান সাদকে যুগ্ম জেলা ও দায়রা জজ অতিরিক্ত আদালতের বেঞ্চ সহকারী হিসেবে বদলি করা হয়েছে।
উজিরপুর সহকারী জজ আদালতের বেঞ্চ সহকারী মোঃ আহসান তারেককে বরিশাল সদর সিনিয়র সহকারী জজ আদালতের বেঞ্চ সহকারী হিসেবে বদলি করা হয়েছে।
যুগ্ম জেলা ও দায়রা জজ ২য় আদালতের বেঞ্চ সহকারী মো. মারুফ আহমেদকে যুগ্ম জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বেঞ্চ সহকারী হিসেবে বদলি করা হয়েছে।
যুগ্ম জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বেঞ্চ সহকারী মো. ইমাম হাসানকে বাকেরগঞ্জ সহকারী জজ আদালতের বেঞ্চ সহকারী হিসেবে বদলি করা হয়েছে।
উজিরপুর সহকারী জজ আদালতের নাজির মো. কবির হোসেনকে বানারীপাড়া সহকারী জজ আদালতের নাজির হিসেবে বদলি করা হয়েছে।
বানারীপাড়া সহকারী জজ আদালতের নাজির মো. রফিকুল ইসলামকে উজিরপুর সহকারী জজ আদালতের বেঞ্চ সহকারী হিসেবে বদলি করা হয়েছে।
বরিশাল জেলা আদালতের নাজির সৈয়দ মাইনুল হাসান বলেন, জনস্বার্থে ও প্রশাসনিক কাজের সুবিধার্থে একসাথে ৯ জন কর্মচারীর বদলির আদেশ দেয়া হয়েছে। আগামী ২৩ অক্টোবর এই আদেশ কার্যকর হবে।
সিনিয়র জেলা ও দায়রা জজের স্বাক্ষরিত এই আদেশে উল্লেখ করা হয়েছে— আগামী ২৩ অক্টোবর সকল বদলি কর্মচারীকে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। প্রশাসনিক কাঠামোকে শক্তিশালী করতে এবং আদালতের কার্যক্রমে আরও দক্ষতা আনতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
আদেশের অনুলিপি বরিশাল সদর, উজিরপুর, বাকেরগঞ্জ ও বানারীপাড়া আদালতসহ সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হয়েছে। এই রদবদলের ফলে আদালতের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এদিকে বরিশালে বিচার প্রার্থীদের জন্য নির্মিত বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জে’ খাবার হোটেল স্থাপনের ঘটনায় তদন্ত প্রতিবেদন প্রধান বিচারপতি বরাবর প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।
Comments