
নওগাঁর বদলগাছীতে পুলিশ পরিচয়ে তিন প্রতারক দিনদুপুরে এক কৃষকের বাড়িতে ঢুকে ‘তল্লাশি’র নামে নগদ টাকা নিয়ে গেছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।বৃহস্পতিবার দুপুরে উপজেলার জাইজাতা গ্রামের পশ্চিমপাড়ায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে দুটি মোটরসাইকেলে করে তিন যুবক কৃষক হেলাল হোসেনের বাড়িতে প্রবেশ করে। তারা নিজেদের পুলিশ সদস্য হিসেবে পরিচয় দেয় এবং মাদকবিরোধী অভিযানের কথা বলে বাড়িতে ঢোকে। এরপর তারা হেলালের শোবার ঘরে তল্লাশি চালায় এবং বালিশের নিচ থেকে নগদ ১৪ হাজার টাকা খুঁজে পায়।
ওই যুবকেরা হেলালকে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযুক্ত করে এবং তাকে আটকের ভয় দেখিয়ে নগদ ১৪ হাজার টাকা নিয়ে ঘটনাস্থল থেকে দ্রুত চলে যায়।
ভুক্তভোগী কৃষক হেলাল হোসেন (৫০) ঘটনার বর্ণনা দিয়ে বলেন, “তিনজনই যুবক ছিল, তাদের দুইজনের হাতে হাতকড়া দেখা যায়। তারা বলে, ‘বাড়িতে মাদক আছে, তল্লাশি করব।’ এরপর বালিশের নিচ থেকে টাকা নিয়ে তারা চলে যায়। ভয়ে আমরা কিছুই বলতে পারিনি।”
হেলালের স্ত্রী নাছিমা বেগম বলেন, “তারা পুলিশের পোশাক পরা ছিল না। তবুও নিজেদের পুলিশ পরিচয় দেয়। আমরা তাদের কথা বিশ্বাস করেছিলাম। বাধা দিলে মারধর করার হুমকি দেয়। ভয়ে আমরা কাউকে কিছু বলতে পারিনি।”
ঘটনার পর হেলাল ও তাঁর স্ত্রী বদলগাছী থানায় গিয়ে বিষয়টি জানান। থানার সঙ্গে যোগাযোগের পর তারা জানতে পারেন, ওই এলাকায় থানার কোনো পুলিশ সদস্য যায়নি। এরপর তারা কান্নায় ভেঙে পড়েন।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, “মৌখিকভাবে অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ভুয়া পুলিশ পরিচয়ে জড়িতদের শনাক্ত করতে অভিযান চলছে।”
Comments