Image description

পটুয়াখালীর দশমিনায় বিএনপির দলীয় কর্মসূচিতে হামলার অভিযোগে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) তাদের আদালতে পাঠানো হয়েছে। 

এর আগে, গতকাল বুধবার রাতে উপজেলায় আলীপুরা ইউনিয়নের খলিশাখালী গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

তারা হলেন— উপজেলা আলীপুরা  ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক মো. বেল্লাল হোসেন ও একই ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. হাসান বয়াতী। 

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম  জানান, আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের ওই দুই নেতাকে উপজেলার বেতাগী-সানকিপুর ইউনিয়নে বিএনপির দলীয় কর্মসূচিতে হামলার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বৃহস্পতিবার সকালে আসামীদের আদালতে পাঠানো হয়েছে।