Image description

কুড়িগ্রামের ফুলবাড়ীতে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক ২ হাজার ৮ শ ৭৫ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) সকাল ১০টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস চত্বরে এ সার ও বীজ বিতরণ করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুম, উপজেলা কৃষি অফিসার নিলুফা ইয়াসমিন, উপসহকারী কৃষি কর্মকর্তা আবু হোসেন, আশরাফুল হক, লাইজু বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুম বলেন, ‘সরকার কৃষকদের বিনামূল্যে বীজ ও সার দিচ্ছে, সেগুলোকে সঠিকভাবে কাজে লাগিয়ে ফসলের উৎপাদন বাড়াতে হবে।’