Image description

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন ফরম উত্তোলন করেছে বিএনপি'র বহিস্কৃত ও বর্তমান চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষক লীগের সহ-সভাপতি এবং গোমাস্তাপুর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য খুরশেদ আলম বাচ্চু।

এর আগে ২০০১ ও ২০০৮ সালে তিনি বিএনপি থেকেও মনোয়ন প্রত্যাশী ছিলেন। তখন মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র হিসেবে ভোট করেন তিনি।   

গত ২০ নভেম্বর এনসিপির ঢাকার বাংলামোটরের রুপায়ন টাওয়ারে অবস্থিত অস্থায়ী কেন্দ্রীয় অফিস থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করে।

এ বিষয়ে বিএনপি নেতা আসাদুল্লাহ আহমদ বলেন, কে কোথায় গিয়ে মনোনয়ন নিবে এটা নিতান্তই তার ব্যাক্তিগত বিষয়। এক সময় সে আমাদের সংগঠনে ছিল। কিন্তু সংগঠন বিরোধী কার্যকলাপের সাথে যুক্ত থাকায় বহিষ্কার করা হয় তাকে। তারপর থেকে সে আওয়ামী লীগের সাথে যুক্ত হয়। এখন এনসিপি ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকে মনোনয়ন দিলে আশ্চর্য হওয়ার কিছু নেই। মুখে বড় কথা বললেও এনসিপি ২৪ এর চেতনা কতখানি ধারন করে সেটা প্রশ্ন। 

এদিকে অন্য দলের রাজনৈতিক নেতা এনসিপি র মনোনয়ন ফরম ক্রয় করতে পারবে কি না এ বিষয়ে এনসিপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সমন্বয়ক ইমরান ইমনকে প্রশ্ন করলে তিনি জানান, ফরম কেনার ক্ষেত্রে তো আমরা কাউকে বাধা দিইনি, তবে যাচাই বাছাই করে মনোনয়ন দিবো।