Image description

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় কাভার্ড ভ্যানের চাপায় দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের লালনশাহ সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পুলিশের পাবনা জেলা বিশেষ শাখায় (ডিএসবি) কর্মরত পরিদর্শক মোজাহারুল ইসলাম (৪৫) ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কয়েস উদ্দিন (৪০)।

মোজাহারুল ইসলামের বাড়ি রংপুরের পীরগাছা উপজেলার ইটাকুমারী গ্রামে এবং কয়েস উদ্দিনের বাড়ি রাজশাহীর তানোর উপজেলার চান্দুরিয়া রাতৈল এলাকায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে ওই দুই পুলিশ কর্মকর্তা মোটরসাইকেলে করে ভেড়ামারার লালনশাহ সেতু পার হয়ে কুষ্টিয়া শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সেতুর অদূরে পৌঁছালে পেছন থেকে আসা একটি দ্রুতগতির কাভার্ড ভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই কাভার্ড ভ্যানটি নিয়ে চালক পালিয়ে যান।

এ বিষয়ে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুর রহমান বলেন, “কাভার্ড ভ্যানের চাপায় দুই পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

তিনি আরও জানান, ঘাতক কাভার্ড ভ্যান ও এর চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।